বাঁশদহায় ট্রলির আঘাতে তছনছ মুদি দোকান
বাঁশদহা প্রতিনিধি:
সাতক্ষীরা সদরের বাঁশদহা বাজারের চৌরাস্তার মোড়ে অবৈধ ট্রলির আঘাতে তছনছ হয়ে গেছে একটি চা ও মুদির দোকান।
রবিবার সকাল ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা বলেন, আগরদাঁড়ী গ্রামের জালালউদ্দীনের ছেলে ট্রলি চালক রবিউল ইসলাম ট্রলি নিয়ে চৌরাস্তার মোড়ে আসামাত্র ডানদিক হতে একটি ভ্যান বেসামাল ভাবে ছুটে আসলে রবিউল ট্রলিটি বাম দিকে চাপিয়ে দিলে হামিদের দোকান ঘরে লেগে দোকানটি ভেঙ্গে যায়।
এব্যাপারে বাঁশদহা বাজার কমিটির সেক্রেটারী নাজমুল হাসান বলেন, অসাবধনতা ও দ্রুত গতিতে ট্রলি চালানোর ফলে এই দূর্ঘটনা ঘটেছে। হামিদের দোকানঘর ভাঙ্গার ক্ষতিপুরণ বাবদ রবিউলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Please follow and like us: