প্রশ্ন ফাঁসের কারণ ও প্রশ্ন ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন
শহর প্রতিনিধি:
প্রশ্ন ফাঁসের কারণ, ফলাফল ও প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং প্রশ্ন ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে রোববার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি টি পালিত হয়।
সনাক সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি তৈয়েব হাসান বাবুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক প্রফেসর আব্দুল হামিদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সনাক সদস্য অধ্যক্ষ ডাঃ দিলারা বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, সনাক নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক জোছনা দত্ত প্রমুখ।
বক্তারা এ সময় প্রশ্ন ফাঁসের কারণ, ফলাফল ও প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং প্রশ্ন ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।