কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র্যলী, মানববন্ধন ও শপথবাক্য পাঠ
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
বন্ধ হলে দুর্নীতি,উন্নয়নে আসবে গতি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ উপলক্ষে র্যলী, মানববন্ধন,শপথবাক্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে মানব বন্ধন ও একটি র্যালী বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ ডিগ্রি কলেজের পাশে অবস্থিত সুশিলনের প্রধান কার্যলয়ের সামনে যেয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডঃ জাফরউল্ল্যাহ ইব্রাহিমের সভাপতিত্বে সকাল ১১ টায় সুশিলনের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার গোলাম মাঈন উদ্দিন হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব হোসেন,সাবেক প্রভাষক আজিজুর রহমান, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন,কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নারায়ন চন্দ্র রাজিব, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সমাজ সেবক ও কবি মনজুর লুতফর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফজলুল হক মনি,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুস সেলিম, উপজেলা সমাজ সেবা অফিসার শহিদুর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরাফাত আলী প্রমুখ।
Please follow and like us: