কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের সমাপ্তি
কামরুল হাসান, কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচি সফলভাবে পালনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ (২৬ মার্চ-১ এপ্রিল)। রোববার শেষ দিনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো: শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সততা সংঘের শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
বেলা ১১ টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পৃথকভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় দুর্নীতি বিরোধী আলোচনা সভা। সবশেষে দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ ও চিত্রাঙ্কনে বিজযীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সফল সমাপ্তি হয় সপ্তাহব্যাপী টানা এই কর্মসূচির। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুণ-অর-রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, উৎপল কুমার সাহা, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক ফারজানা সুলতানা, মাস্টার বাকিবিল্লাহ শাহী, মাস্টার অনুপ কুমার, সাংবাদিক এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, মিয়া ফারুক হোসেন স্বপন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।
Please follow and like us: