কলারোয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে রোববার সকালে উপজেলা অডিটোরিয়ামে খরিপ- ১/২০১৮-১৯ মৌসুমে উফশী ও নেরিকা আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
“কৃষিই সমৃদ্ধি”- এই স্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা নূরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক শস্য আজগর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব কুমার রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, সামসুদ্দিন আল মাসুদ বাবু, শেখ ইমরান হোসেন, এসএম মনিরুল ইসলাম, আসলামুল আলম আসলাম, মনিরুল ইসলাম মনি, উপ- সহকারী কৃষি অফিসার আলহাজ্ব শেখ আবুল হাসান, লুৎফর রহমান, আল মামুন, আবির হোসেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহসহ অতিথিবৃন্দ উপজেলার ৭ শ’ ৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহাসীন আলী।
ফটো ক্যাপশন: কলারোয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন এড. মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি।
Please follow and like us: