কপোতাক্ষ নদীতে পলি ভরাটের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন
তালা প্রতিনিধি:
ক্রসড্যাম বিলম্বে নির্মাণ পূর্বক কপোতাক্ষ নদীতে পলি ভরাটের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ১ এপ্রিল (রবিবার) সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাব ও পানি কমিটির আয়োজনে খুলনা-পাইকগাছা সড়কের তালা ডাকবাংলোর সামনে উক্ত মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করে।
এ সময় তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানরে পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এ ময়নুল ইসলাম।
পথসভায় বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিলের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, সালতা বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সরদার রফিকুল ইসলাম, সেতু পরিচালক আবুল হোসেন, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ,কলেজ শিক্ষক নন্দী দীপঙ্কর, উত্তরণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ,দিলীপ কুমার সানা এবং গণ-গ্রন্থাগার পাঠক ফোরামের সদস্য মোঃ কবিরুল ইসলাম প্রমুখ।