মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নলতায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অুনষ্ঠিত
নলতা প্রতিনিধি:
নলতায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২৬ মার্চ সোমবার রাত ৮টার সময় একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।
উক্ত অনুষ্ঠানে পধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। একাত্তর আমাদের স্বাধীনতা দিয়েছে, মর্যাদা দিয়েছে, জাতির ললাটে পরিয়ে দিয়েছে বীরত্বের তকমা। মুক্তিযুদ্ধ ছিলো জনযুদ্ধ। গুটিকতক আলবদর-রাজাকার ছাড়া সমগ্র জনগোষ্ঠীই মুক্তিযুদ্ধের সঙ্গে একত্ম ছিলেন। তবে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, যুদ্ধ সংঘটিত করেছেন, প্রশাসনিক ও কুটনৈতিক ক্ষেতে অবদান রেখেছেন তারা সূচনাতেই মুক্তিযোদ্ধা হিসেবে জনগনের কাছে সম্মানিত এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত।
Please follow and like us: