ঘুষ ছাড়াই চাকুরি দিয়ে দৃষ্টান্ত দেখালেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর
নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরার ইতিহাসে দৃষ্টান্ত দেখালেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। কোন প্রকার অনিয়ম, দূর্ণীতি ও ঘুষ ছাড়াই মাত্র একশ টাকার ব্যাংক ড্রার্ফে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৩৮ জনকে পুলিশে কনস্টেবল পদে চাকুরী দিয়েছেন তিনি।
গত ২২ ফেব্রুয়ারি সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল নিয়োগের প্রাথমিক ধাপ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে হাজারো প্রাথীরা নিয়ম অনুযায়ী শারিরীক পরীক্ষায় উর্ত্তীর্ণরা লিখিত ও লিখিত পরীক্ষায় উর্ত্তীর্ণরা ভাইবা পরীক্ষার জন্য সুযোগ পান।
এর আগে ২১ ফেব্রুয়ারি জেলা পুলিশের পক্ষ থেকে শহরে মাইকিং করে সকলকে সতর্ক করা হয় যেন কোন প্রকার দালালদের আশ্রয় না নিতে। তাছাড়া কোন দালাল টাকা চাইলে জেলা পুলিশ সুপারের নিকট তাৎক্ষণিক অভিযোগ জানাতে বলা হয়।
সে অনুযায়ী সকল কার্যক্রম পরিচালিত হয় স্বচ্ছতার সঙ্গে। কনস্টেবল নিয়োগে প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।
বহিরাগত পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেজ্ঞের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, ও বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার।
জেলা পুলিশের ঘোষনা অনুযায়ী কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল কার্যক্রম পরিচালনা করা হয়। কোন প্রকার তদবীর বা আর্থিক লেনদেনের কোন সুযোগ পাননি কোন দালাল শ্রেণির মানুষ।
তবে তথ্য রয়েছে কিছু প্রার্থীর নিকট থেকে দালাল শ্রেণির কিছু মানুষ আর্থিক লেনদেনের সুযোগ নেন। তবে সেগুলো শেষ পর্যন্ত টেকেনি।
এদিকে, সাতক্ষীরার সচেতন মহল সাতক্ষীরার ইতিহাসে এটিই নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করছেন। বলছেন, এমন স্বচ্ছতার সঙ্গে পুলিশে নিয়োগ প্রক্রিয়া এর আগে কখনো হয়নি। বিনা টাকায় ১৩৮ জনকে পুলিশে চাকুরী দিয়ে প্রশংসায় ভাসছেন সাতক্ষীরার নবাগত এই পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।
এ বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মেধা ও যোগ্যতার মাপকাটিতে পুলিশ কনস্টেবলে চাকুরি পেয়েছেন ১৩৮ জন। এখানে কোন তঞ্চকতার আশ্রয় নেওয়া হয়নি বা কাউকে নিতে দেওয়ার কোন সুযোগ দেওয়া হয়নি। আগামীতেও কোন প্রকার অনিয়ম দূর্ণীতি ও কোন প্রকার ঘুষ গ্রহণ ছাড়াই সকল কার্যক্রম পরিচালিত হবে জেলা পুলিশে পক্ষ থেকে।
তিনি আরও বলেন, এ কৃতিত্ব শুধু আমার একার নয়। গোটা পুলিশ বাহিনীর। স্বচ্ছতার সঙ্গে সকল কার্যক্রম পরিচালনার জন্য যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানান তিনি।