আশাশুনি উপজলো আইন শৃংখলা কমটিরি সভা

জি এম মুজবিুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজলো আইন শৃংখলা কমটিরি মাসকি সভা অনুষ্ঠতি হয়ছে। বুধবার সকাল ১০.৩০ টায় উপজলো পরষিদ সম্মলেন কক্ষে এ সভা অনুষ্ঠতি হয়।
উপজলো নর্বিাহী অফসিার (ভারপ্রাপ্ত) মজিাবে রহমতরে সভাপতত্বিে সভায় পুলশি পরর্দিশক (তদন্ত) আক্তারুজ্জামান, ইউপি চয়োরম্যান শখে জাকরি হোসনে, আ ব ম মোছাদ্দকে, প্রভাষক ম মোনায়মে হোসনে, আলহাজ¦ শাহ নওেয়াজ ডালমি, দপিংকর কুমার সরকার, আঃ আলমি মোল্যা, উপজলো স্বাস্থ্য র্কমর্কতা ডাঃ অরুণ ব্যার্নাজী, মৎস্য র্কমর্কতা সলেমি সুলতান, পরবিার পরকিল্পনা র্কমর্কতা জাহাঙ্গীর হোসনে, সমবায় অফসিার আনছারুল আজাদ, মহলিা বষিয়ক র্কমর্কতা ফাতমো জোহরা, মৎস্যজীবি সমতিরি যুগ্ম-মহা সচবি রফকিুল ইসলাম মোল্যা, আশাশুনি প্রসেক্লাব সভাপতি জি এম মুজবিুর রহমান, অধ্যাপক তৃপ্তরিঞ্জন সাহা, প্রধান শক্ষিক আশরাফুন্নাহার, কামরুন নাহার, প্রর্দশক ইয়াহয়িা ইকবাল, নুরুল হুদা, শক্ষিক আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ উপস্থতি ছলিনে। সভায় প্রতাপনগরে জামাত-শবিরি ও নাশকতা মামলার আসামীদরে অশুভ তৎপরতা রোধ, একাধকি মামলার আসামী বুলরি নতেৃত্বে আ’লীগরে র্কাযক্রম চালাতে বাধা প্রদান, চয়োরম্যানকে ইউনয়িন পরষিদে যতেে বাধা প্রদানসহ বভিন্নি অভযিোগ উঠলে পুলশি পরর্দিশক (তদন্ত) বষিয়টি সর্ম্পকে দ্রুত ব্যবস্থা নওেয়া হবে বলে জানান। এছাড়া এসএসসি পরীক্ষায় কক্ষ পরর্দিশককে মারপটিরে ঘটনাসহ উপজলোর বভিন্নি এলাকার আইন শৃংখলা নিয়ে আলোচনা করা হয়।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)