সাতক্ষীরায় স্কুল ছাত্র সাকিব হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
শহর প্রতিনিধিঃ
সাতক্ষীরায় পুলিশপুত্র ও পুলিশ লাইন্স স্কুলের দশম শ্র্রেণির মেধাবী ছাত্র নাজমুল হোসেন সাকিব (১৭) হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী ওই কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয় সাংবাদিক ও সাধারণ মানুষ। সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক আমিনা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী ইমন, বুশরা মনজু, শিক্ষক ইমরান ফকির, রহিমা খাতুন, অরুণ ঘোষ, মনোরঞ্জন মন্ডল, রাশেদ খান, মনোয়ারা বেগম, জাকির হোসেন, রাবেয়া খাতুন, ফিরোজা খাতুন, মীর রফিউল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ।
মানববন্ধন চলাকালে সাকিবের প্রকৃত খুনিদের ফাঁসির দাবি তুলে ধরেন বক্তারা। এরপর শিক্ষার্থী সাকিব হত্যার প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে। এ সময় সাতক্ষীরা- আশাশুনি সড়কে যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রাম থেকে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা স্কুল ছাত্র সাকিব হোসেনকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।