সাতক্ষীরা মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে চুরি
শহর প্রতিনিধি :
সাতক্ষীরা শহরের মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে বলে স্কুল সূত্রে জানা গেছে।
স্কুলের প্রিন্সিপাল শেখ আমিনুর রহমান কাজল জানান, আমরা প্রতিদিনের ন্যায় শনিবার বিকালে স্কুলে যাবতীয় কাজ কর্ম শেষে স্কুলে তালা লাগিয়ে চলে যায়। রোববার সকালে স্কুলে এসে দেখি স্কুলের অফিস রুমের তালার আংটা কাটা, স্কুলের কম্পিউটারটির খোলা, টেবিলের ড্রায়ার খোলা। তিনি দাবি করে বলেন, রাতের কোন এক সময় অজ্ঞাত চোর স্কুলে প্রবেশ করে ড্রায়ারে রাখা কিছু নগদ টাকা কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ এবং শিক্ষার্থীদের জন্য রাখা পুরস্কার নিয়ে যায়। একই রাতে স্কুলের পাশের বাড়ির গেটের তালা কেটেছে বলে তিনি জানান। এতে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষতি হয় বলে তিনি জানান। এ ঘটনায় সদর থানার এস আই রকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে সম্প্রতি সাতক্ষীরা শহরের চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতি রাতেই শহরের কোন কোন স্থানে চুরির ঘটনা ঘটছে বলে শহরবাসীর দাবি।
Please follow and like us: