বাঁশদহায় আন্ত প্রাথমিক ক্রীড়া ও সাংষ্কৃতি অনুষ্ঠান
বদরুজ্জামান খোকা, বাঁশদহা :
সদর উপজেলার বাঁশদহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাঁশদহা ইউনিয়নের ১৫ টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে বাৎসরিক ক্রীড়া ও সাংষ্কৃতি অনুষ্ঠানের এস,এম,সির সভাপতি আজিজুল হক এর সভাপতিত্বে শুরু হলে স্বাগত বক্তব্য রাখেন বাঁশদহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দীক। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সন্তষ কুমার, এছাড়া প্রধান শিক্ষক-গন কুলিয়াডাঙ্গার সিরাজউদ্দীন(ভারপ্রাপ্ত),কাজিপাড়ার ব্রজেন কুমার,টেংরার সিরাজউদ্দীন,ভবানীপুরের সৈয়দ আলী (ভারপ্রাপ্ত), আইচ পাড়ার ওবায়দুলাহ,গড়িয়াডাঙ্গার শাহাজান,বারুই বাইসার শহিদুল ইসলাম, দক্ষিণ কামার বায়সার মেছের আলী। ক্রীড়া ও সাংষ্কৃতি অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক উত্তর কামার বায়সার শিউলি খাতুন, দক্ষিণ তলুইগাছার রেহেনা পারভীন, হাওয়ালখালীর শফিউর রহমান পাঁচ রকির কামরুল ইসলাম, উত্তর তলুইগাছার খোদেজা খাতুন। অনুষ্ঠানে বিচারকের দৃষ্টিতে কবিতা আবৃতি,ছাড়া,নিত্য,চিত্র অংকনে এবং দলিও জাতীয় সংগীতে বাঁশদহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা প্রথম স্থান অধিকার করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করেন স্ব-স্ব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মির্জানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আহম্মদ আজাদ।
Please follow and like us: