ঝাউডাঙ্গা মহাশ্মশান ও কালি মন্দিরে কালি পূজা ও পৌষ মেলার আয়োজন
ইয়ারব হোসেনঃ
ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ।মাস পেরিয়ে হেমন্তের পরে আসে শীত।শীতের হিমেলে হাওয়ায় প্রতিটি বাঙ্গালীর পরিবারে আশে পায়েশ পিঠা খাওয়ার ধুম।এ যেন আবহমান বাংলার লালিত ঐতিহ্য।প্রবোল শীতের মধ্যে দিয়ে পৌষ মাসের শেষ দিনে ঝাউডাঙ্গা মহাশ্মশান ও কালি মন্দিরে কালি পূজা ও পৌষ মেলার আয়োজন করা হয়েছে ৪ দিন ব্যাপী।
পৌষ মেলা সদস্য সচিব তপন কুমার দে,অমেরেন্দ্রনাথ ঘোষ ও বিধান চন্দ্র ঘোষ জানান,১৪ জানুয়ারি র্যালি ও পূজা অনুষ্ঠিত হবে। প্রথম দিন সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা হিন্দু বৈধ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা মন্দির কমিটির সভাপতি বিশ্বজিৎনাথ ঘোষ,স্বপন কুমার শীল,বাবু রঘু নাথ গুহ,নিত্যানন্দ আমিন,সাংবাদিক ইয়ারব হোসেন,সভাপতিত্ব করবেন চেয়ারম্যান আজমল উদ্দিন। ১৫ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা -২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি,বক্তব্য রাখবেন সভাপতিত্ব করবেন প্রফেসর স্বরজিৎ কুমার বিশ্বাস। ১৬ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বিশেষ অতিথি হেসেবে বক্তব্য রাখবের উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন,সাধারণ সম্পাদক শাহজান আলি,বাজার কমিটির সাধারণ সম্পাদক যুবলীগ নেতা জাহিদ হোসেন ও সভাপতিত্ব করবেন ব্যবসায়ী অধির কুমার ঘোষ,১৭ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবের জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন,বিশেষ সাবেক চেয়ারম্যান সরদার এ মজিদ ও সভাপতিত্ব করবেন ব্যবসায়ী সন্তোস কুমার ঘোষ।
Please follow and like us: