কোমরপুর মাদক বিরোধী ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার কোমপুরে মাদক ও জঙ্গী বিরোধী ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কোমরপুর স্থানীয় মাঠে তরুণ সংঘের আয়োজনে এবং আশিক এন্টারপ্রাইজের সার্বিক ব্যবস্থপনায় অনুষ্ঠিত হয়। খেলায় কুলিয়া ক্রিকেট একাদশ ও কোমরপুর দ্যা চ্যালে লার একাদশ অংশ গ্রহন করে। শুরুতে কোমরপুর দ্যা চ্যালে লার একাদশ ১০ ওভারে ৯২ রান করে। জবাবে কুলিয়া ক্রিকেট একাদশ ৭ উইকেটের বিনিময়ে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ হন কুলিয়া ক্রিকেট একাদশের নিশিত। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলার শ্রেষ্ট করদাতা আলহাজ্ব আল-ফেরদাউস আলফা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, উপজেলা তাঁতিলীগের সহ-সভাপতি নাসিরউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ধূপ দাস। খেলায় চাম্পিয়ান ট্রফি হিসাবে ফ্রিজ ও রানার্স আপ হিসাবে এলইডি টিভি প্রদান করা হয়। খেলায় আশিক এন্টারপ্রাইজের পরিচালক ও জেলার ২য় শ্রেষ্ট করদাতা আজহারুল ইসলামের সার্বিক সহযোগীতা ও পরিচালনায় রেফারির দায়িত্বপালন করেন সুমন কুমার মন্ডল(বাবলু) ও সাগর হোসেন এবং ভাষ্যকর প্রদান করেন লোকমান কবির। অনুষ্ঠানে বক্তরা বলেন, যুব সমাজকে মাদক ও জঙ্গী কর্মকান্ড থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই মাদক ও জঙ্গীবাদ দূর করতে বেশি বেশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে। এছাড়া বক্তরা মাদক বিক্রয় করে এবং গ্রহন করে প্রশাসনকে তাদের তথ্য দিয়ে সমাজকে মাদকমুক্ত করার অনুরোধ জানান।
Please follow and like us: