আশাশুনির মানিকখালী-বড়দল সড়ক দেদারছে নষ্ট করা হচ্ছে!
জি এম মুজিবুর রহমান, আশাশুনিঃ
আশাশুনি উপজেলার মানিকখালী ফেরী ঘাট থেকে বড়দল পাকা সড়ক ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হচ্ছে। কোন বাধা না আসায় নির্বিঘ্নে সড়ক নষ্ট ক্রিয়া চালিয়ে যাওয়া হচ্ছে।
ব্যস্ততম সড়কটি দীর্ঘ ৮/১০ বছর সংস্কারের অভাবে চরম দুরাবস্থার মধ্যে মানুষ যাতয়াত করতো। বড় বড় গর্ত ও উবড়ো থুবড়ো সড়কে যানবাহন চলাচল ছিল চরম হুমকীগ্রস্থ। প্রতি নিয়ত সড়ক দুর্ঘটনার কবলে পড়ে যানবাহন বিনষ্ট ও যাত্রী সাধারণ আহত হয়ে কষ্টভোগ করে এসেছে। প্রায় দেড় বছর আগে সড়কটি কার্পেটিং করা হয়েছে। কিন্তু সড়ক দিয়ে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক যাতয়াত করায় সড়কের অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। বিশেষ করে মানিকখালী ব্রীজের মালামাল বহনের নামে ওভার লোডের ট্রাক সড়কে যাতয়াত করায় রাস্তা ফেটে এবং অনেক স্থানে কার্পেটিং উঠে নষ্ট হয়ে গেছে। এভাবে ট্রাক চলতে থাকলে সম্পূর্ণ সড়কটি নষ্ট হয়ে যাবে। উপজেলা ইঞ্জিনিয়ার আকতার হোসেন জানান, সড়কের বিটুমিনের আঠা ছেড়ে দিয়েছে। ওভার লোডের ট্রাক ব্রেক করলে বিটুমিন উঠে যাচ্ছে। ওভার লোডের ট্রাক চলাচল বন্দ করা দরকার। সড়ক ও জনপথ বিভাগকে ব্যবস্থা নিতে হবে। ইউএনও সুষমা সুলতানা জানান, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেওয়া হবে।