সাতক্ষীরায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
শহর প্রতিনিধি :
“উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিন ব্যাপী “উন্নয়ন মেলা-২০১৮” এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
পরে সেখানে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশের মো: মহিউদ্দিন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মুতাক্কাবির আহমেদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ প্রমুখ।
এবারের এ উন্নয়ন মেলায় সরকারি, বে-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক-বীমা, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৯০টি স্টল অংশ গ্রহন করেছে।
Please follow and like us: