সখিপুর হাইস্কুলের বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট শিক্ষক একাদশ জয়ী
মীর খায়রুল আলম:
প্রতিবছরের ন্যায় দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক একাদশ বনাম ছাত্র একাদশ বার্ষিক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বেলা ১১টায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিদায়ী ছাত্রদের আয়োজনে বিদ্যালয় মাঠে উক্ত ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শিক্ষক একাদশ ও দশম শ্রেণির ছাত্র একাদশ অংশ গ্রহণ করে। এতে শিক্ষক একাদশের অধিনায়ক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান এবং ছাত্র একাদশের অধিনায়ক ছিলেন বিদায়ী ছাত্র আবু ছালেক। শুরুতে ছাত্র একাদশ ৮ ওভারে ৮০ রান করে। জবাবে শিক্ষক একাদশ ৭ ওভারে ৮১ রান করে জয়লাভ করেন। খেলায় ৩৭ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন শিক্ষক অর্ণব রায়। শিক্ষদের মধ্য থেকে সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ মোয়াজ্জিন হোসেন, ইয়াকুব আলী, পলাশ হোসেন, অর্ণব রায়, সুজন হোসন, নির্মল গাইন প্রমূখ অংশ গ্রহণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান জানান, মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বিনোদন এবং শিক্ষকদের সাথে ছাত্রদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করতে প্রতিবছরই এধরণের খেলা ও শিক্ষা সফরের আয়োজন করা হয়। খেলা শেষে শিক্ষক ও ছাত্ররা সম্মলিত ভাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সুস্থতা কামনা করেন।
Please follow and like us: