বড়দলে ইজারা গ্রহীতাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল মৌজার নদীর চরভরাটী ১নং খাস খতিয়ান ভুক্ত জমিতে বসবাসকারীদের দখল চ্যুত করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ১ নং খতিয়ানের ১৪৬৫ দাগের ৩১ একর জমি প্রতিজন ৫০ শতক করে ৬১ জন মালিক বর্তমানে এক সনা ইজারা নিয়ে ভোগদখল করে আছেন। পাইকগাছা উপজেলার ফতেপুর গ্রামের আফসার সানার ছেলে জামাল সানা, মৃত রাজ্জাক গাজীর ছেলে জালাল গাজী, মৃত ভক্ত সানার ছেলে আশরাফ সানা ও মোশারফ সানা, আঃ রউফ সরদারের ছেলে আছাদুল সরদার, রাজ্জাক বিশ্বাসের ছেলে ভুট্টো বিশ্বাস, নুরভক্ত মালীর ছেলে মনির মালী, রহিম সানার ছেলে লিয়াকত সানা, খোদাবক্স সরদারের ছেলে বাদশা সরদার, সামছের মোড়লের ছেলে রবিউল মোড়ল, রাজ্জাক গাজীর ছেলে কামাল গাজী ও বাদশা গাজী দীর্ঘদিন যাবৎ জোর পূর্বক দখলের পায়তারা চালিয়ে আসছিলেন। গত মঙ্গলবার সকাল ১১ টায় লাঠি সোটা, দা, কুড়াল ইট পাটকেল নিয়ে ঘের দখল ও বাসা নির্মাণের চেষ্টা করলে ইজারা প্রাপ্ত জমির মালিকরা বাধা দেয়। জবরদখল চেষ্টাকারীরা তাদেরকে বেদম মারপিট করে। এতে জয়দেব মন্ডলের স্ত্রী সবিতা মন্ডল (৩৪) ও নীবপদ রায়ের স্ত্রী মিনতী রায় (৩৯) গুরুতর আহত হয়। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Please follow and like us: