নানা জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে সন্ধান মিল্ল পুলিশের হাতে আটক নুরুলের
বিশেষ প্রতিনিধিঃ
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত মঙ্গলবার পুলিশের হাতে আটক নুরুলের সন্ধান পেল বৃহস্পতিবার সন্ধ্যায় তার পরিবার। সে উপজেলার বিষ্ণুপুর গ্রামের বন্দকাটী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলীর ছেলে।পারিবারিক সুত্রে জানা যায় গত মঙ্গলবার দুপুর দুইটার সময় কালিগঞ্জ থানা পুলিশ গোয়ালঘেশিয়া নদীর পাশের থেকে হাজার হাজার এলাকার মানুষের সামনে থেকে নুরুলকে আটক করে পুলিশ এমনয়ি অভিযোগ করেছিল তার পরিবার। কিন্তু তাকে আটক করার বিষয় অস্বীকার করে কালিগঞ্জ থানা পুলিশ। দুই দিন গত হলেও তার পরিবার নুরুলের কোন সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে বুধবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে তার মা মনোয়ারা বেগম ছেলের কোন সন্ধান পাওয়ার আশায় সংবাদ সম্মেলন করে। পরবর্তীতে সাংবাদিকরা নুরুল হকের আটকের বিষয় জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুবির দত্ত তাকে আটকের বিষয় অস্বীকার করেন। বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ সম্মেলন প্রকাশিত হলে নড়ে চড়ে বসে প্রশাসন। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করে জানায়
নুরুলের পরিবার।
এ বিষয়ে জানতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুবীর দত্ত জানান, তিনি অসুস্থ থাকায় সারা দিন অফিস করতে পারেননি । সে কারণে বিষয়টি তার জানা নেই ।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার এ এস পি ( সার্কেল ) সালাউদ্দিন মির্জা জানান, দেবহাটার সখিপুরের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন হত্যা মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে । জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হয় । কোন থানা পুলিশ আটক করেছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেবহাটা থানা করতে পারে ।
Please follow and like us: