দরগাহপুরে ভূমিহীনের বাড়িতে ভাংচুর, গাছগালা ও ফসল নষ্ট
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটিতে ভূমিহীন জিন্নাত সরদারের বাড়িতে ঢুকে ভাংচুর, গাছপালা ও ফসল বিনষ্ট ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে প্রকাশ, খরিয়াটি গ্রামের মৃত গনি সরদারের ছেলে জিন্নাত চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিতে বসবাস করে আসছেন। গত বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে একই গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী, আবুল হাচান, মুত মোন্তাজ মোড়লের ছেলে শাহাদাৎ, মৃত বিলায়েত গাজীর ছেলে আঃ মাজেদ, মৃত মনিরদ্দিন গোলদারের ছেলে আফতাব ও ছায়েদ তাদের সহযোগিদের নিয়ে জিন্নাতের বাড়িতে ঢুকে গোয়ালঘর ও নির্মানাধীন পঞ্জেগানা মসজিদ ভাংচুর করে। গাছগাছালী কেটে ও ফসল নষ্ট করে। তার স্ত্রী এগিয়ে গেলে তাকে বেআব্রু ও বেদম মারপিটে ফোলা জখম করে এবং গলায় ফাঁস আটকে হত্যার চেষ্টা করে। এতে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এব্যাপারে জিন্নাত আলি বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান শাহিন বলেন, আমি বাহিরে থাকায় টেলিফোনে বাদী বিষয়টি সর্ম্পকে অবিহিত করে । বিষয় টি একজন সাব ইন্সপেক্টর কাছে তদন্ত দিয়েছি ।
Please follow and like us: