খুলনা বিভাগীয় পর্যায়ের ভলিবল ডিসিপ্লিনের সাতক্ষীরাতে উদ্বোধন
শহর প্রতিনিধিঃ
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে ৭টি জেলার খেলোয়াড়দের সমন্বয়ে বাংলাদেশ যুব গেমস-২০১৮ এর খুলনা বিভাগীয় পর্যায়ের ভলিবল ইভেন্ট এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর জনাব মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী মেজিষ্ট্রেট জনাব দেওয়ান আকরাম, মোঃ রুহুল আমিন, সম্পাদক, ভলিবল উপকমিটি, ইদ্রিস আলী বাবু, নির্বাহী সদস্য, সাজেক্রীস। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব আশরাফুজ্জামান আশু। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, সৈয়দ জয়নুল আবেদীন জসি, রফিকুর রহমান লাল্টু, কবিরুজ্জামান রুবেল, হারুনার রশিদ, সোহরাব হোসেন, জাতীয় দলের খেলোয়াড় মনির হোসেন, ৭টি জেলার খেলোয়াড়, কোচ ম্যানেজার সহ ক্রীড়ামোদী দর্শক। ভলিবল খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আ.ম আখতারুজ্জামান মুকুল। এই প্রতিযোগিতার ফাইনাল খেলা আজ (শুক্রবার) সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।