কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে পিকনিক গেল শিক্ষকবৃন্দ
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলা সদর সাব-ক্লাস্টারের অধীনে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস কার্যক্রম বন্ধ রেখে সুন্দরবনে পিকনিক করলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার। জানাগেছে উপজেলা সাব-ক্লাস্টার এর অধিন শিক্ষক ও শিক্ষা অফিসার পিকনিকে যাওয়ায় ১৯ টি বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকে। তারপরও উন্নয়ন মেলায় অংশগ্রহণ না করে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিরাজুল আশরেকিন নিজেই সকল শিক্ষকদের নিয়ে পিকনিকে যাওয়ায় হতবাক হয়েছে সচেতন মহল। এদিকে ছাত্র-ছাত্রীদের পিকনিকে যাওয়ার প্রয়োজন আছে কিন্তু ছুটির দিনে না নিয়ে স্কুল বন্ধ রেখে তাদেরকে সুন্দরবনে নিয়ে যাওয়ায় ক্ষুদ্ধ হয়েছে একাধিক অভিভাবক বৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিরাজুল আশরেকিনের মোবাইল নাম্বারে ফোন দিলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি সম্পর্কে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম বলেন আমার জানা মতে শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট থেকে অনুমতি নিয়ে তারা পিকনিকে গিয়েছিল। তাছাড়া তাদের সংরক্ষিত ছুটি থেকে ছুটি নিয়ে তারা গিয়েছিল বলে তিনি জানান।
Please follow and like us: