কালিগঞ্জে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন
হাফিজুর রহমান, কালিগঞ্জ:
“উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৮ এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে ব্যান্ড বাদ্য বাজিয়ে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সারাদেশের ন্যায় এক যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলা উদ্বোধন করার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের নেতৃত্বে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে মেলার শুভ উদ্বোধন করেন ও মেলার স্টোল ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, প্রকৌশলী শাহবুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, এম জে এফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের নির্বাহী পরিচালক আজহারু ইসলাম, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যাংক, বীমা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবছর উন্নয়ন মেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে সরকারি দপ্তর, লেডিসক্লাব, এনজিও সহ ৪১টি স্টোল প্রদর্শিত হয়। মেলার প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে জারি গান পরিবেশন করেন সাতক্ষীরার বিশিষ্ট জারি সম্রাট আক্তর হোসেন ও তার দল। ১২ ও ১৩ই জানুয়ারি সংস্কৃতি অনুষ্ঠান ও জারিগানের মধ্যে দিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। শেষ দিনে মেলায় অংশগ্রহণকারী স্টোল থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হবে। তাবে এবারে মেলায় নির্বাহী কর্মকর্তা নির্দেশে ব্যতিক্রম ধর্মী স্টোল বাছাইয়ের সিধান্ত নেওয়া হয়েছে। মেলার দর্শনার্থীরা গোপন ব্যালেটের মাধ্যমে ভোট প্রদান করে তাদের মতামত জানাবেন। যে স্টোল ভোট বেশী পাবে তাকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হবে।
Please follow and like us: