কাদাকাটিতে প্রতিহিংসার রোষানল থেকে বাঁচতে আকুতি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেকারামচন্দ্রপুর গ্রামের মৃত গফফার সরদারের ছেলে নূর ইসলাম ও মৃত ফাকের সানার ছেলে বজলুর রহমান প্রতিপক্ষের রোষানল থেকে রক্ষা পেতে আকুল আকুতি প্রকাশ করেছেন। সকালে তেঁতুলিয়া বাজারে এক সংবাদ সম্মেলনে এ আকুতি জানান হয়। লিখিত বক্তব্য ও বিভিন্ন প্রশ্নের জবাবে তারা জানান, গত ২০ নভেম্বর গভীর রাতে টেকা রামচন্দ্রপুর গ্রামের এক মহিলার সাথে মিত্র তেঁতুলিয়ার জাহাঙ্গীর ও টেকারামচন্দ্রপুর গ্রামের আবু বক্কর সিদ্দীকিকে পেয়ে এলাকার মানুষ তাদেরকে এভাবে না আসতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা মহিলাকে ম্যানেজ করে একই গ্রামের নুর ইসলামের ছেলে মইনুর ও বজলুর রহমানের ছেলে আবু হাসানের বিরুদ্ধে থানায় ২৭ নভেম্বর অভিযোগ দায়ের করান। এএসআই আজিজ শাহ তদন্তকালে অভিযোগটি মিথ্যা প্রমানিত হয়। এরপর তারা মেয়েটিকে কু-প্রচারনা দিয়ে প্রতিবাদকারীদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা মামলা দায়েরের আস্ফালনসহ নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। তারা উক্ত মহিলাসহ তার সহযোগীদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
Please follow and like us: