আশাশুনিতে ৩ দিনের উন্নয়ন মেলা উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনিতে উপজেলা পর্যায়ে ৩ দিনের উন্নয়ন মেলা- ২০১৮ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে বিশাল মেলা স্থলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আশাশুনি জোনাল অফিসের এজিএম স্বপন কুমার পাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন ও আঃ আলিম মোল্যা, মেডিকেল অফিসার ডাঃ সুমন ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, অধ্যাপক কৃষ্ণপদ মন্ডল, জনতা ব্যাংক কর্মকর্তা অনাথবন্ধু চক্রবর্তী ও হাফেজ রুহুল আমিন। পরিচালনা করেন ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার। আলোচনা সভা শেষে অতিথিবর্গ মেলায় স্থাপিত ৫০টি স্টল ঘুরে ঘুরে দেখেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। আজ শুক্রবার আলোচনা সভা, স্টল সমুহে স্ব-স্ব বিভাগের উন্নয়ন চিত্র প্রদর্শন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Please follow and like us: