সাতক্ষীরায় দৈনিক কালের কণ্ঠ ও শুভ সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সাতক্ষীরা প্রতিনিধি:
র্যালি ও কেক কাটার মধ্যদিয়ে সাতক্ষীরায় দৈনিক কালের কণ্ঠর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও শুভ সংঘ সাতক্ষীরা জেলা কমিটির উপদেষ্টা অধ্যাপক আব্দুল হামিদ, বিশিষ্ট সমাজসেবক ও জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম বাবলা, প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশারাফ হোসেন, শুভ সংঘের সাতক্ষীরা জেলা সভাপতি ফাহাদ হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হুদা, শামশুন্নাহার, মাহিদা মিজান, ওসমান গনী সোহাগ, নাহিদ হাসান, ফারুক হোসেন, আব্দুল কাদের, মাফিজুল ইসলাম, মাছুম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পাকিস্থানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের এই দিনে তাঁর স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন বাংলার মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিনটি হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিনটির কথা অতি শ্রদ্ধায় স্মরণে রেখে কালের কণ্ঠ শুরু করেছিল তার যাত্রা। দেখতে দেখতে আট আটটি বছর পেরিয়ে এলাম আমরা। কালের কণ্ঠ পূর্ণ করল তার আট বছর বয়স। শুরু হলো নবম বর্ষের যাত্রা।