জামায়াত শিবিরের নাশকতার মিথ্যা অভিযোগের হয়রানির শিকার আব্দুল আজিজ
শেখ রায়হান হোসেন, পাটকেলঘাটা:
পাটকেলঘাটায় মিথ্যা অভিযোগে ভিত ডিমের ব্যবসায়ী আব্দুল আজিজ মোড়ল (৫৩)। জমিজমা সংক্রান্ত বিষয়ে পরিবারের মধ্যে বিরোধ থাকায় তাহার নামে পাটকেলঘাটা থানায় জামায়াত, শিবিরের মিথ্যা অভিযোগ দাখিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মিথ্যা অভিযোগ থেকে প্রতিকার পাওয়ার জন্য আব্দুল আজিজ মোড়ল সহকারী পুলিশ সুপার, (তালা সার্কেল) তালা ও পাটকেলঘাটা থানা বরাবর একটি লিখিত দরখাস্ত করেন।
দরখাস্ত সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানাধীন জুজখোলা গ্রামের মৃত মাদার মোড়ল এর ছেলে আব্দুল আজিজ মোড়ল ধীর্ঘদিন যাবৎ সুনামের সহিত পাটকেলঘাটা বাজারে ডিমের ব্যবসা ও বাড়িতে মুরগির ফার্ম করে ব্যবসা বাণিজ্য চালিয়ে জীবন যাপন করে আসছিল। বর্তমান তার নিজ শরিকদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের সূত্র ধরে তারা স্থানীয় কিছু ক্ষমতাশীল ব্যক্তি দ্বারা পাটকেলঘাটা থানায় আজিজ মোড়লের নামে জামায়াত, শিবিরের নাশকতা মূলক মিথ্যা অভিযোগ করে তাহাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তসহ বিভিন্নভাবে হয়ারানির শিকার করছে।
এ বিষয়ে আব্দুল আজিজ মোড়ল আমার একুশ’র এ প্রতিবেদককে জানান, আমি কোন রাজনৈতিক দল করিনা। ব্যবসাই আমার একমাত্র অবলম্বন। সম্প্রতি আমি বিরোধকৃত জমি সংক্রান্তে আদালত হতে আমার অনুকূলে রায় পাবার পর আমার শরিকরা নতুন কৌশলে আমাকে হয়রানি করার উদ্দেশ্যে আমি নাকি জামায়াত ইসলামি দল করি এমন কথা বলে পাটকেলঘাটা থানাসহ বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অভিযোগ সহ অপপ্রচার করে বেড়াচ্ছে। আমি এবং আমার পরিবার বর্তমানে চরমভাবে উদ্বিঘ্ন। এরই সূত্র ধরে আমাকে হুমকিও প্রদান করে বলে, তোকে যদি আইনের মাধ্যমে কিছু না করতে পারি তাহলে তোকে প্রাণে মেরে দেব।
এ বিষয়ে ৩নং সরুরিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও ৮নং ওয়ার্ড পুলিশ কমিটির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান (মুক্তিযোদ্ধা) তার কাছে জানতে চাইলে তিনি বলেন, উক্ত আব্দুল আজিজ মোড়ল খনই রাজনৈতিক বিষয়ের সঙ্গে জড়িত না। তিনি দীর্ঘ ৩০-৩৫ বছর যাবত পাটকেলঘাটা বাজারের স্থায়ী সৎ একজন ব্যবসায়ী। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার এবং আমার প্রতিবেশী হিসাবে তাকে যতটুকু চিনি তিনি কোন রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সাথে কখনই জড়িত নাই। আব্দুল আজিজ যেন কোন ভাবে হয়রানী না হয় সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করেছেন।
Please follow and like us: