কাশিমাড়ীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিনম্র শ্রদ্ধা ও আলোচনা সভা
রবিউল ইসলাম, কাশিমাড়ী :
১০ ই জানুয়ারি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে বিনম্র শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩ টায় কাশিমাড়ী ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি তাজমীর হোসেন রিমনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. এস.এম জহুরুল হায়দার (বাবু)। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি জিএম রহমত আলী। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি অসীম কুমার জোয়ার্দার, নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাস, কাশিমাড়ী ইউনিয়ন দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক এস.এম সাহাবুদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড সমাজ কল্যাণ সম্পাদক জিয়াউর রহমান, রোকেয়া মনসুর কলেজের প্রভাষক অলিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান, ০৮ নং ওয়ার্ডের সভাপতি আশরাফ হোসেন মিন্টু, কাশিমাড়ী ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, নকিপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, উপজেলা কৃষকলীগের সভাপতি মঞ্জুর এলাহি খোকন, নওয়াবেকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, শিক্ষিকা শাহানা হামিদ, কাশিমাড়ী ইউনিয়ন আ.লীগের বর্ষীয়ান নেতা এস.এম সাহবাজ আলী, সাবেক সেনা সদস্য এস.এম সাহজাহান, ইউনিয়ন আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আনোয়ার হোসেন মিন্টু, ০৫ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সানাউল্লাহ সরদার, ০৬ নং ওয়ার্ডের সভাপতি রাজগুল ইসলাম গাজী, সাবেক সেনা কর্পোরাল গোলাম সারোয়ার, আ.লীগ নেতা ইয়াহিয়ার রহমান খোকন, মুক্তিযোদ্ধা শামসুর রহমান দুখী, নজরুল ইসলাম, ছাত্রলীগের নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ সহ অত্র এলাকার কয়েক শতাধিক ব্যক্তিবর্গ।
কাশিমাড়ী ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাধীনতা প্রজন্মলীগের কাশিমাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইমাম তাজ মেহেদী হাসান।
Please follow and like us: