কলারোয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের প্রস্তুতিমূলক সভা
কামরুল হাসান,কলারোয়া:
সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ’১৮ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলার সকল স্কুল-কলেজ ও মাদরাসায় নির্দিষ্ট সময়ে শিক্ষা সপ্তাহ যথাযথভাবে পালনের সিদ্ধান্ত গ্রহীত হয়। শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রথমে প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিযোগীদের তালিকা উপজেলায় প্রেরণ করে পরে উপজেলা এবং পরবর্তীতে জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হয়ে কেন্দ্রীয়ভাবে অংশ নেয়া যাবে বলে সভায় জানানো হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন-অর-রশিদ মোল্যা, উপজেলা বাকশিস নেতা অধ্যক্ষ আবু বকর সিদ্দীক, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক আ.রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক পৌর প্যানেল মেয়র মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দীক বাবর, প্রধান শিক্ষক আ. আলিম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, মাদরাসা সুপার আবু ইউসুফ, সুপার আ. সাত্তার, সুপার মাসুম বিল্লাহ, সুপার আবুল খায়ের, সুপার ইদ্রিস আলি প্রমুখ।
Please follow and like us: