২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক :
২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষক সমিতি। সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ মিছিল বের হয়ে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন। এসময় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোঃ আবুল কাশেম, মোস্তাফিজুর রহমান(তিতু), শেখ আব্দুল গফফার, মোঃ: একরামুল কবীর, পরিমল কুমার, নিমাই চন্দ্র মন্ডল, মোঃ: আব্দুল আওয়াল, মোঃ ফেরদৌস আলম, মনিরুল ইসলাম, বিশ্বরঞ্জন সরকার, তপন কুমার সরকার,মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। যিনি কিনা শিক্ষকদের দু:খ দুর্দশা দেখে একবারে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। এ সময় তারা জননেত্রীর এ মহতী উদ্যোগের কারণে প্রাণ ঢালা অভিনন্দন জানান।
Please follow and like us: