সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়ে দিনব্যাপী কর্মশালা
শহর প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়ে দিনব্যাপী জেলা পর্যায়ের এক কর্মশালা গতকাল মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের (জিওবি)অর্থায়নে সাতক্ষীরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এই কর্মশালার আয়োজন করে।
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আর্বন ক্লাইমেট চেঞ্জ (আইসিসিসি এডি আই ইউ বি) এর কো-অডিনেটর সরদার শফিকুল আলম, আইসিসিসি এডি আই ইউ বি এর প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়কারী আসিকুল হক, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ জাঁকির হোসেন প্রমুখ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী শামছুজ্জামান।
কর্মশালায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন মাঠ পরিদর্শক কর্মকর্তা শাফিনুল হক। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে উপস্থিত সকলকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়ে অবহিত করা হয়।
কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা এবং তা সমাধানের উপায় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
Please follow and like us: