কালিগঞ্জে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মানববন্ধন ও স্মারকলিপি
হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ :
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের পর কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। কলেজ শিক্ষক ও কর্মচারীদের ৯ টি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চার উদ্যোগে গৃহীত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়কারী রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে বক্তব্য রাখেন ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাসার। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি বাস্তবায়ন করে শিক্ষা ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের জন্য বর্তমান শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উদাত্ত আহবান জানিয়ে বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক শ,ম মমতাজুর রহমান, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের প্রভাষক কামরুল ইসলাম, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের প্রশান্ত রায়, কুশলিয়া স্কুল এন্ড কলেজের আইয়ুব আলী গাজী, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের কর্মচারী আবু বক্কর প্রমুখ। পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসানের নিকট প্রধানমন্ত্রী বরাবর প্রদানের জন্য স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় উপজেলার বিভিন্ন কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: