কালিগঞ্জে ভন্ড গুনিন আরিজুলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিকদের হুমকি(ভিডিও সহ)
নিজস্ব প্রতিবেদক :
কালিগঞ্জের তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের ভন্ড গুনিন আরিজুলের (৩৫) অপচিকিৎসা ও কুর্কীর্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় ওই ভন্ড গুনিন ও তার সহযোগীদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা সাংবাদিকদের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচারের পাশাপাশি অব্যাহত ভাবে হুমকি প্রদর্শন করছে।
এঘটনায় কালিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কথিত ভন্ড গুনিন আরিজুলের অপচিকিৎসার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক নারায়ন চক্রবর্তী রাজিব, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন, কার্যনির্বাহী সদস্য সনৎ কুমার গাইন, জিএম আল মামুনসহ সকল সাংবাদিকবৃন্দ, নলতা প্রেসক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ, কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরাফাত আলী, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক কাজী সোহেল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, আমিয়ান গ্রামের শামত আলী গাজীর ছেলে আরিজুল ইসলাম দীর্ঘ ১০ বছর যাবত তেলপড়া, পানি পড়াসহ বিভিন্ন প্রক্রিয়ায় প্রত্যন্ত অঞ্চলের সহজ-সরল মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করে চলেছে। ভন্ডামির উপার্জনের ভাগ পাচ্ছে কতিপয় নেতা ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ। তার বিরুদ্ধে কথা বললেই হয়রানির স্বীকার হতে হয় নিরীহ ও ভুক্তভোগী ব্যক্তিবর্গকে। আরিজুল গুনিন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন প্রকাশ্যে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আধুনিক চিকিৎসা পদ্ধতির পরিবর্তে অপচিকিৎসার রাজত্ব গড়ে তোলা আরিজুল গুনিনকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ সচেতন মহল।