আশাশুনিতে শিল্পী ঐক্যজোটের মাদক বিরোধী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জি এম মুজিবুর রহমান, আশাশুনিঃ
আশাশুনি উপজেলার কুল্যায় মাদক বিরোধী আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পী ঐক্যজোট এ অনুষ্ঠানের আয়োজন করে।
কুল্যা আশ্রম মাঠে অনুষ্ঠানিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য এস এম দেলোয়ার হোসাইন। আওয়ামীলীগ নেতা রমজান আলীর সভাপতিত্বে ও সাংবাদিক এম এম সাহেব আলী ও সীমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাট্য পরিচালক ও বাংলাদেশ শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক জি এম সৈকত, যুগ্ম সম্পাদক অভিনেত্রী শারমিন বৃষ্টি, সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী আফসোরা সুহি, শিল্পী ঐক্যজোট সভাপতি শেখ মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীদুল ইসলাম শাহিন, শিল্পী ঐক্যজোটের সাতক্ষীরা জেলা সদস্য সচিব প্রকৌশলী অলোক সরকার, সদস্য অভিনেত্রী নীল, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি এস এম আমির হামজা, আশাশুনি অনলাইন প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, সাংবাদিক শেখ বাদশা, জ্বলেমিন হোসেন, মইনুল ইসলাম, মাসুম বাবুল, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, ইব্রাহীম গাজী, বুধহাটা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম বাবু, সেক্রেটারী সামছুর রহমান রাজু প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতের রবিন্দ্র সংগীতশিল্পী ও ফোক সিঙ্গার গোলক টিকাদার, বিখ্যাত সুরকার আজিজুর রহমান, শিল্পী চৈতালী মুখার্জী, মনিরুল ইসলাম, সোহাগ প্রমুখ দর্শক মাতানো গান পরিবেশন করেন।
Please follow and like us: