কলারোয়ার জয়নগরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
জুলফিকার আলী,কলারোয়া:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ১নং জয়নগর ইউনিয়নের সরসকাটি বাজারে বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কেটে আ.লীগ- ছাত্রলীগের নেতৃবৃন্দ দিবসটি উদযাপন করে। আলোচনা সভায় ইউনিয়ন ছাত্রলীগের সহ.সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, আ.লীগ নেত্রী বিশাখা তপন, প্যানেল চেয়ারম্যান জয়দেব সাহা, বজলুর রশীদ, যুবলীগ নেতা মিজান, রাম সাহা, তবিবর রহমান, মাস্টার ইশতিয়াক আহম্মেদ, খুলনা বিএল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক পবিত্র সাহা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইবাদ মোড়ল, ছাত্রলীগ নেতা জনি, হাসিব, মাসুদ, ইমন, সবুজ, আব্দুস সালাম, আজমল প্রমুখ। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দে মেতে ওঠে নেতাকর্মীরা। এর আগে বের হওয়া র্যালি সরসকাটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে একই অনুষ্ঠানের মাধ্যমে সরসকাটি বাজারে ইউনিয়ন ছাত্রলীগের নতুন অফিসটি উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
Please follow and like us: