সাতক্ষীরা শিশু হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
নিজস্ব প্রতিনিধি:
চিকিৎসকের অবহেলায় এক শিশুকন্যার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে সাতক্ষীরা শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম শর্মিষ্ঠা দেবনাথ (১৩দিন)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের সুমঙ্গল দেবনাথের মেয়ে।
বুধহাহাটা গ্রামের রেখা দেবনাথ জানান, সাত দিন বয়সের মেয়ে শর্মিষ্ঠা নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাকে গত ২৭ ডিসেম্বর সাতক্ষীরা শিশু হাসপাতালের ১নং কেবিনে ভর্তি করা হয়। শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ এসএম জাকির হোসেন তার মেয়ের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিল্লমঙ্গল দেবনাথ জানান, তার ভাইঝি শর্মিষ্ঠার শারীরিক অবস্থা নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। এজন্য তারা ডাক্তারের কাছে খুলনায় স্থানান্তরের প্রয়োজন আছে কিনা তা জানার জন্য কয়েকবার বলেছিলেন। এরপরও তারা স্থান্তান্তরের পরামর্শ দেননি। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শর্মিষ্ঠার অবস্থার চরম অবনতির বিষয়টি সেবিকাদের মাধ্যমে নিশ্চিত হয়ে তিনি নিজে ডাঃ এসএম জাঁকির হোসেনকে মোবাইলে বার বার জানানোর চেষ্টা করেও ব্যর্থ হন। মোবাইলের স্লুইস বন্ধ পান সংশ্লিষ্ট কর্তব্যরত সেবিকারাও। একপর্যায়ে বৃহস্পতিবার ভোর চারটার দিকে শর্মিষ্ঠার মৃত্যু হয়।
তিনি অভিযোগ করে বলেন, অবস্থার অবনতির পরপরই সুচিকিৎসা দেওয়া গেলে শর্মিষ্ঠাকে বাঁচানো যেতো। ডাক্তারের অবহেলায় তার ভাইঝি মারা গেছে বলে অভিযোগ করেন তিনি।
সাতক্ষীরা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এসএম জাকির হোসেন জানান, হায়াত- মৌত উপর আল্লাহ’র ইচ্ছায়। যথাযথ চিকিৎসার ব্যবস্থা আগে থেকেই করা ছিল। মোবাইল সাইলেন্ট থাকার কারণে তা রিসিভ করা সম্ভব হয়নি। কোন রোগীকে চিকিৎসক মারতে চায়না বলে দাবী করেন তিনি।
Please follow and like us: