সাতক্ষীরা আশাশুনিতে বেড়ী বাঁধ ভেঙ্গে ৩ গ্রাম ও শতাধিক চিংড়িঘের প্লাবিত
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা আশাশুনি সদরে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধ ভেঙ্গে শতাধিক চিংড়ি ঘের প্লাবিত ও ৩টি গ্রাম জলমগ্ন হয়েছে। বুধবার দিবাগত রাতে বলাবাড়িয়া গ্রামে বাঁধটি ভেঙ্গে যায়।
বলাবাড়িয়া গ্রামে চিংড়ি ঘেরের পানি উঠানো-নামানোর জন্য ওয়াপদার বাঁধে নির্মীত মিনি গেইট (কল গই) জরাজীর্ণ ছিল। রাত্র দেড় টার দিকে গেট ভেঙ্গে গেলে মৃহুর্তের মধ্যে খোলপেটুয়া নদীর পানি ভিতরে ঢুকে শতাধিক মৎস্য ঘের নিমজ্জিত হয়ে যায়। প্রায় ২৫ ফুট বাঁধ ভেঙ্গে ভিতরে ঢোকা পানির তোড়ে বলাবাড়িয়া, হাঁসখালী ও গাইয়াখালী গ্রামের বহু ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার ভোর থেকে সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিললেন নেতৃত্বে কর্মসূচির শ্রমিকসহ ৩ শতাধিক শ্রমিক কাজে লাগিয়ে বাঁধ রক্ষার কাজ করা হয়। ইউপি চেয়ারম্যান জানান, বুদ্ধিমত্তা ও শ্রম কাজে লাগিয়ে আপাতত পানি উঠা বন্ধ করা হয়েছে। দ্রুত বাঁধের সুরক্ষার জন্য বাকী কাজ করতে হবে। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ঘটনাস্থান পরিদর্শন করেছেন এবং সঠিকভাবে কাজ এগিয়ে নিতে সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা জানান বেড়ী বাঁধ রক্ষা করার জন্য কাজ শুরু করা হযেছে । আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে বাধের ভাঙন রক্ষা করা যাবে ।
Please follow and like us: