শ্যামনগরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
রবিউল ইসলাম, শ্যামনগর:
‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস ২০১৮ উদযাপন লক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নেতৃত্বে এক বনার্ঢ্য র্যালী উপজেলা চত্তর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন সড়ক প্রদক্ষিন করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সমাজ সেবা কর্মকর্তা মোঃ সহিদুর রহমান সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্যে সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বারসিক প্রতিনিধি গাজী আল ইমরানর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসীন উল মূলক, শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঃ সেলিম খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, ফ্রেন্ডশীপ এর জেলা সমন্বয়কারী আক্তারুজ্জামান সিকদার, জাগাে যুব ফাউন্ডেশনের পরিচালক শেখ ফারুক হােসেন, লিডার্স এর পরিচালক মােহন কুমার মন্ডল প্রমুখ সহ সকল সরকারি বে-সরকারি কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে টর্ণেডােয় ক্ষতিগ্রস্থ ২৫ জনকে মােট ২ লাখ ৫০ হাজার টাকা ও ৬০ জন প্রতিবন্ধী কে শিক্ষা উপবৃত্তির ৩ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয় এবং বয়সী ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদর মধ্যে ভাতার বই বিতরণ করা হয়।
Please follow and like us: