বিনেরপোতা মাছ বাজার পরিদর্শন করেছেন মেরিনা আক্তার
বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরা সদরের বিনেরপোতা মাছ বাজার আড়ৎ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার। বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি মাছ বাজার আড়ৎ ঘুরে ঘুরে দেখেন এবং বাজার পর্যবেক্ষণ করেন।
এসময় তাঁর সাথে ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মারুফ আহমেদ, এস আই মোবাশ্বের রহমান, হাসানুজ্জামান, এ এস আই মোমিনুর রহমান প্রমূখ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ বলেন, আগে ওই আড়ৎগুলোতে কাঁটা দাঁড়ি পাল্লা ব্যবহার করা হতো। তখন ওজনে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসে। বিষয়টি সম্পর্কে খোজ খবর নিলে বাজার কমিটি ১ জানুয়ারীর মধ্যে কাঁটা দাঁড়িপাল্লা বাদ দিয়ে ডিজিটাল মাপের দড়িপাল্লা ব্যবহার করার প্রতিশ্রুতি প্রদান করে। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মেরিনা আক্তারসহ আমরা সরেজমিনে মাছের আড়ৎ পরিদর্শন করেছি। বাজার কমিটি তাদের কথা রেখেছে। সকল মাছ ব্যবসায়ী এখন ডিজিটাল মাপের দাঁড়িপাল্লা ব্যবহার করছেন।
দৈনিক সাতক্ষীরা/জেড এইচ
Please follow and like us: