বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা
শহর প্রতিনিধি:
দীর্ঘ লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৮ উপলক্ষে জাসদ সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে এর আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বক্তৃতা করেন জাসদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। আরও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ জেলার আহবায়ক ও যুবজোট জেলার সভাপতি আবু সেলিম।
সভায় বক্তৃতা কালে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর জেলা সভাপতি ও কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোকলেছুর রহমান বলেণ, দেশে একই পদ্ধতির শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। শিক্ষা খাতে মোট জাতীয় বাজটের ২৫% বরাদ্ধ করতে হবে। তিনি ডাকুস সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহবান জানান। ছাত্রলীগ বিসিএল এর জেলার সাধারণ সম্পাদক জি,এম আশিকুর রহমান।
Please follow and like us: