সুস্থ আছেন সাতক্ষীরার গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যান, গ্রেফতার নেই
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটা উপজেলা আ.লীগের সাংগঠণিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনকে মঙ্গলবার রাত ৯টার দিকে গুলি করে পালিয়েছে দূর্বত্তরা। দেবহাটা উপজেলার সখিপুর বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
কি কারণে তার উপর হামলা চালাতে পারে দূর্বত্তরা এ বিষয়ে তার পরিবারের সদস্যরা কিছু নিশ্চিত করতে পারেনি।
অন্যদিকে, সাতক্ষীরা সিভিল সার্জন তাওহিদুর রহমান জানান, রাতে গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যানকে সর হাসপাতালে নিয়ে আসার পর রাত ২টা পর্যন্ত অপারেশন করে গুলি বের করা হয়েছে। তিনি পেটে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি সুস্থ আছেন। হাসপাতালের ১নং ওয়ার্ডের সার্জারী বিভাগে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানান, সখিপুর ইউপি চেয়ারম্যান নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সখিপুর মোড়ে তার উপর গুলি চালায় দূর্বত্তরা। এরপর উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করে দেন।
এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন বলেন, ঘটনার পর থেকে দূর্বত্তদের শনাক্তে মাঠে নেমেছে পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
অন্যদিকে, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান রাতেই সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন ও গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যানের খোঁজ খবর নেন। এ সময় তিনি বলেন, যে কোন মূল্যেই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ মাঠে রয়েছে।
Please follow and like us: