দরগাহপুরে প্রধান শিক্ষকের বদলীর দাবীতে গণ পিটিশন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
পজেলার দরগাহপুর ইউনিয়নের ৩৬ নং শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলীর দাবীতে গণ পিটিশন করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির ৫ জন সদস্যসহ প্রায় দেড়শত অভিভাবক স্বাক্ষরিত আবেদন পত্র উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। অভিযোগে প্রকাশ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ একই স্থানে শিক্ষকতা করে আসছেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। কিন্ত তিনি কর্তব্য পালনে বরাবরই অনীহা প্রকাশ করছেন। তিনি নিয়মিত বিদ্যালয়ে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষর করে থাকেন। দিনের অধিকাংশ সময় পাঠদান না করে ফেসবুক ও মোবাইলে কথা বলে সময় নষ্ট করে থাকেন। এছাড়া স্কুল পরিচালনা বা ক্লাস না করে বাজারের চায়ের দোকানে আড্ডা দেন। শিক্ষার্থীরা কিছু জানতে চাইলে কড়া ভাষায় কথা বলে থাকেন, এতে তারা ভয়ে থাকে। ফলে স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩৮ জন অংশ নিলেও ১১ জন ফেল করেছে। কেউ এ+ পায়নি। এলাকাবাসীর মধ্যে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। অভিভাবকদের পক্ষ থেকে তার ক’কীর্তির কথা তুলে ধরলে বিভিন্ন পত্রপত্রিকায় সে খবর ইতিপূর্বে প্রকাশিত হয়েছে। এব্যাপারে উপজেলা প্রশাসনসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের কাছে তাকে অন্যত্র বদলীর পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান হয়েছে। অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম বলেন, আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইতিপূর্বে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আজকে তারাই আমার বিরুদ্ধে লেগেছেন।
Please follow and like us: