জাতীয় তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ এ সাতক্ষীরা স্বর্ণ সহ মোট আটটি মেডেল জিতেছে
রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে ট্রাস্ট ব্যাংক ১৫ তম জাতীয় সিনিয়র / জুনিয়র তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ অনুষ্টিত হয়েছে।
গত ২৮ডিসেম্বর শুরু হয় তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর এ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফারুক মাঈনুদ্দিন আহমেদ প্রমূখ।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো প্রশিক্ষক আল-ইমরান এর নেতৃত্বে ৮ সদস্যের দল ৩ দিন ব্যাপী জাতীয় টুনামেন্টে অংশ গ্রহন করে ২ টি স্বর্ণ, ২ টি রৌপ্য ও ৪ টি তাম্র পদক জয় লাভ করেন। পদক প্রাপ্ত খেলোয়াড় আল- ইমরান (স্বর্ণ) হাফিজুল ইসলাম (স্বর্ণ) মাহাফুজ গাজী (রৌপ্য) শাকিবুজ্জামান (রৌপ্য)নাঈম মাহামুদ (তাম্র) কাজী খালিদ উদ্দিন (তাম্র) গোলাম কুদ্দুস (তাম্র) রাকিব হোসেন (তাম্র)
দলের প্রশিক্ষক হিসাবে ছিলেন আল- ইমরান ও টিম ম্যানেজার হিসাবে ছিলেন রবিউল ইসলাম।
৩১ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি যুব ও ক্রিড়া বিষয়ক হারুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইও টিভিএস অটো বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রয় । সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে সাধারন সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রিড়া সংস্থা আবুল কাশেম মো: মহিউদ্দিন ও রয়েল মিডিয়ার চেয়ারম্যান আর এস শুভ বিজয়ীদের কে অভিনন্দন জানিয়েছেন।