কালিগঞ্জে জাতীয় শ্রমিকলীগ কুশুলিয়া ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ :
জাতীয় শ্রমিকলীগ ৫ নং কুশুলিয়া ইউয়িননের দ্বি-বার্ষিক সম্মেলন ৩ জানুয়ারি বুধবার বিকাল ৩টায় কালিগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরোলের পাদদেশে অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগ উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। সম্মেলনে উদ্বোধন ছিলেন সাতক্ষীরা জেলার জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু। প্রধান বক্তা ছিলেন এমএ খালেক বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, উপজেলা কুষকলীগের সভাপতি অধিবাস অধিকারী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কুশুলিয়া ইউনিয়নের সদস্য সচিব নাসির উদ্দিন। অনুষ্ঠাটির সঞ্চালনায় ছিলেন জাতীয় শ্রমিকলীগের কালিগঞ্জ শাখঅর সাধারণ সম্পাদক আব্দুস সবুর। সম্মেলনে ১২টি ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা অনুষ্ঠিত হয়।
Please follow and like us: