কলারোয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষিত, গ্রেফতার-১
ইয়ারব হোসেন/খালিদ হোসেন :
চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীতে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশডাঙা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ ধর্ষণের অভিযোগে আজিজুল সরদার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আজিজুল কুশডাঙ্গা গ্রামের মৃত জিয়া উদ্দিন সরদারের ছেলে। ধর্ষিতা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
ধর্ষিতার মা জনান, গত মঙ্গলবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী গাজীর মাঠে তার মেয়ে সরিষার ফুল তুলতে যায়। এসময় আজিজুল সরদার তাকে কৌশলে আলু ক্ষেতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। শিশুটির আত্মচিৎকারে মাঠে কর্মরত পারিকুপি গ্রামের আনছার আলী, আনেছা খাতুন, ফরিদা খাতুন ছুটে এসে তাকে উদ্ধার করে তাকে খবর দেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, নির্যাতিত স্কুল ছাত্রীর মা বাদি হয়ে আজিজুল সরদারের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দি গ্রহণের কাজ শেষ হয়েছে। ধর্ষণের অভিযোগে আজিজুল সরদারকে বুধবার ভোরে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
Please follow and like us: