সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে জামায়াতের নেতা ইদ্রিস আলী ও কলারোয়া ছাত্রদলের সাবেক নেতা হাসান আলী সহ ৩৪ জন গ্রেফতার
শহর প্রতিনিধি:
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে পাটকেলঘাটা থানা জামায়াতের সেক্রেটারী ইদ্রিস আলী ও কলারোয়া ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আলী সহ ৩৪ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাজা ও ১৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ।
গ্রেফতারদের মধ্যে রয়েছে- সাতক্ষীরা সদর থানায় ১০জন এর মধ্যে জামায়াত কর্মী ১ জন, কলারোয়া থানায় ৬ জন এর মধ্যে ছাত্রদলের সাবেক নেতা ১জন, তালা থানায় ৩ জন , কালিগঞ্জ থানায় ৩ জন , শ্যামনগর থানায় ৩ জন , আশাশুনি থানায় ৪ জন এর মধ্যে জামায়াত কর্মী ১ জন, দেবহাটা থানায় ১ এর মধ্যে জামায়াত কর্মী ১ জন, পাটকেলঘাটা থানায় ৪ জন এর মধ্যে জামায়াতের নেতা ১ জন। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।