পুরান সাতক্ষীরার আলীম পরিবার জমির দখলে ৮৯ বছর
সাতক্ষীরা প্রতিনিধি :
পৈত্রিক ও ক্রয় সূত্রে পাওয়া ৫৯ শতক জমির ওপর ৮৯ বছর যাবত দখলে রয়েছেন তিনি সহ তাদের পরিবার। অথচ এই জমি জোর করে দখল করতে চান রসুলপুর মেহেদিবাগের জনৈক শেখ আবদুস সাত্তার ও তার সহযোগীরা। এ ব্যাপারে সাত্তার তার বাবার নাম পরিবর্তন করে জালিয়াতি করেছেন।
মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন সাতক্ষীরার পুরাতন সাতক্ষীরা দক্ষিণ শেখ পাড়ার শেখ আবদুল আলীম। তিনি বলেন ওই জমির বিষয়ে আবদুস সাত্তার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এই মামলার বিষয়ে তদন্ত হয়েছে। অবশেষে আবদুস সাত্তারের দাবি সঠিক না হওয়ায় মামলাটি খারিজ হয়ে যায়। তারপরও আবদুস সাত্তার পুলিশ সুপার বরাবর একটি আবেদন করেন। পুলিশ বিষয়টি নিয়ে দুই পক্ষকে বসিয়ে তদন্ত করে যে রিপোর্ট দেয় তাতেও আবদুস সাত্তার হেরে গেছেন। প্রকৃতপক্ষে আবদুস সাত্তার তার পৈত্রিক জমি বিক্রি করে শহরের অন্য প্রান্তে রসুলপুর মেহেদিবাগে বসবাস করছেন।
আবদুল আলিম বলেন আবদুস সাত্তার কিছু লোকজন নিয়ে তাদের জমিতে হামলা করেন। এ সময় তারা কয়েক লাখ টাকার ক্ষতি সাধন করেন। এ নিয়ে আমি আদালতে মামলা করলে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। পরে একই আদালতে আরও একটি মামলা করি। আদালত ডিক্রির কার্যকারিতা স্থগিতের নির্দেশ দেন। এসবের তোয়াক্কা না করে আবদুস সাত্তার গত ২১ নভেম্বর আমার জমির প্রাচীর ভেঙ্গে গাছ গাছালি কেটে মুরগির ফার্ম ভাংচুর করে আরও দুই লাখ টাকার ক্ষতি সাধন করে। এর পর আমি ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দিলে সেটি পৌরসভার তদন্তাধীন রয়েছে।
আবদুল আলিম বলেন এরপরও আবদুস সাত্তার সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের ভুল বুঝানোর চেষ্টা করেছেন। তিনি যেসব কাগজপত্র দাখিল করেছেন তা জাল বলেও উল্লেখ করেন তিনি। আবদুস সাত্তার এখন আমাদের হয়রানি করার চেষ্টা করছেন। আবদুল আলিম তার পৈত্রিক ও ক্রয়সূত্রে পাওয়া জমির ব্যাপারে ন্যায় বিচার প্রত্যাশা করে সাতক্ষীরার প্রশাসন ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Please follow and like us: