দেবহাটায় এলজিইডির আয়োজনে উপজেলা লেভেল প্রশিক্ষণ
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা উপজেলা এলজিইডির আয়োজনে সিসিআরআইপি প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে লেভেল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা এলজিইডির সিনিয়র সহকারী ইঞ্জিনিয়ার জাকারিয়া ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন এসিসিআরএন-আইসিসিসিএডি বাংলাদেশের আরবান ক্লাইমেট চেঞ্জ এর কো-অর্ডিনেটর সরদার শফিকুল আলম। এসময় কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রাণীসম্পদ কর্মকর্তা , অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, পারুলিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল কাদেরসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।
Please follow and like us: