টিউমারের অসহ্য যন্ত্রণায় মৃত্যুর প্রহর গুনছে কালিগঞ্জের অসহায় সহর আলী
ভ্রাম্যমাণ প্রতিনিধি,কালিগঞ্জ:
মুখে বড় টিউমার নিয়ে অসহ্য যন্ত্রণা সহ্য করে বিনা চিকিৎসায় আমি মারা যাব আমি গরিব মানুষ আমার চিকিৎসার জন্য কোন টাকা পয়সা নেই ডাক্তার বলেছে উন্নত চিকিৎসা করলে আমার এই টিউমার অপারেশন করলে আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব আপনার আমাকে বাঁচান । মানুষের কাছে সাহায্য প্রার্থনা করতে করতে এসব কথা বলছিলেন আর কাঁদতে ছিলেন কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িওয়ালা গ্রামের মৃত রহমত আলী শেখের ছেলে সহর আলী (৫৭)।
সোমবার দুপুর ১২ টায় সহর আলী বিভিন্ন ব্যক্তির কাছে চিকিৎসার জন্য সাহায্য চাওয়া অবস্থায় দেখা হলে এই প্রতিবেদকে তিনি বলেন ১৩ বছর আগে তার মুখে ছোট একটি টিউমার দেখা দেয় এরপর ৬ মাসের মধ্যে সেটি বিরাট আকার ধারণ করে ।
পরবর্তীতে ১০ বছর আগে সাতক্ষীরা সদর হাসপাতালে অপারেশন করেন সেখানের কর্তব্যরত চিকিৎসক। তারপরও টিউমার সম্পূর্ণ নিরসন না হয়ে আবারও সেটি বিরাট আকার ধারণ করে। সেসময় আবারও সদর হাসপাতালে ডাক্তারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এটি সম্পূর্ণ নিরসনের জন্য অনেক টাকার প্রয়োজন। সেই থেকে আর্থিক সংকটের কারণে ডাক্তার দেখাতে পারেনি। আজ আমি কষ্টে কোন রকমে বেছে আছি। আগানাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে সাহায্যের জন্য আবেদন করছি।
Please follow and like us: