গোল্ডেন এ প্লাস পেয়েছে লাবীবা কবীর
বদরুজ্জামান,খোকা, বাঁশদহাঃ
বাঁশদহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় লাবীবা কবীর গোল্ডেন এ+ পেয়েছে। সে তার পিতা-মাতা ও শিক্ষকদের কাজে কৃতজ্ঞ প্রকাশ করেছেন। লাবীবা বড় হয়ে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক হতে চাই। কারণ পিতা-মোস্তাফা মহিউদ্দীন কাজল,মাতা-সুলতানা নাছরিন দুজন ই বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। লাবীবা কবীর বাঁশদহা ইউনিয়নের সর্বউচ্চ ৫৮২ নম্বর পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। সে সকলের কাছে দোয়া চেয়েছেন।
Please follow and like us: